আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন-উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গনপতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকের উপস্থিত ছিলেন । উক্ত সভায় রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জরুরী অনেক সিদ্ধান্ত গৃহীত হয়।